আজ জোছনাটা মায়াবী
যেন পূর্ণিমা রাত…
আজ আমার হৃদয়ে এসেছে বসন্ত
তুমি পাশে এসে ধরেছো মোর হাত।
আজ, মনেহয় আকাশটা অনেক নিচে নেমে এসেছে
যেনো ছুঁতে পারবো হাত বাড়ালেই,
মনেহয় পৃথিবীটাকে পেয়েছি হাতের মুঠোয়
তুমি বাড়ানো হাত দু’টো ধরেছো বলেই।
আজ, তুমি যদি একটি বিন্দু চাও
দিয়ে দিতে পারি একটা সাগর,
তোমারি নামে এ মুহুর্তে
লিখে দিয়েছি আমার হৃদয় নগর।