হৃদরোগে আক্রান্ত হওয়ায় বাকলিয়ার সাবের আহমদকে (৫৫) সিএনজি টেক্সিতে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তার এক ভাগ্নে ও ভাতিজা। তাদের বহনকারী টেক্সিটি চকবাজার কেয়ারি ইলিশিয়ামের সামনে উল্টে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন সাবের আহমদকে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান। তিনি আজাদীকে বলেন, সাবের আহমেদ আগেও স্ট্রোক করেছিলেন। এবার স্ট্রোক করার পর হাপসাপাতালে নিয়ে যাওয়ার সময় সিএনজি উল্টে যায়। তবে আমরা ধারণা করছি, তিনি আগেই মারা গেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজাদীকে বলেন, চকবাজার থেকে সিএনজি উল্টে যাওয়ার ঘটনায় একজনকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাবের আহমেদ বাকলিয়া আবদুল লতিফ হাটের মৃত আহমদ মিয়ার ছেলে।












