হৃদয় দিয়ে হৃদয় সম্পর্কে জানুন

| সোমবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। এ বছরে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছ্লে– ‘হৃদয় দিয়ে হৃদয় সম্পর্কে জানুন’। দিবসটিকে কেন্দ্র করে গতকাল সকালে চট্টগ্রাম মেডিকেলে কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হৃদরোগ বিভাগের কনসালটেন্ট ডা. রিজোয়ান রেহানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার, চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. শামীম আহসান, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, চমেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনোয়ার উল হক শামীম, চমেক হাসপাতাল হৃদরোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. আশীষ দে। অনুষ্ঠানে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়াল।

এছাড়া উপস্থিত ছিলেন হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইব্রাহিম চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. সালেহউদ্দিন সিদ্দিকী, ডা. নুর উদ্দিন জাহাঙ্গীর, ডা. বিধান চন্দ্র রায়, ডা. নুরউদ্দিন তারেক, ডা. সাগর চৌধুরী, ডা. খোরশেদ আলম, ডা. সালমা নাহিদ, ডা. কফিল উদ্দিন, আবাসিক চিকিৎসক ডা. শ্রীপতি ভট্টাচার্য্য, কনসালটেন্ট ডা. আবদুল হামিদ সাগর, ডা. নীপা, ডা. আবু সায়েম, ডা. শওকত হোসেন, ডা. সৌরভ দাশ, ডা. অতনু চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযারা এতোদিন ন্যায়বিচার পাননি তারা ন্যায়বিচার পাবেন
পরবর্তী নিবন্ধ‘চাটগাঁর বেলা’ এক ঐতিহ্যের নাম