অন্ধকারে ত্রস্ত এক শালিক পাখির
ঘর খুঁজে ফেরা ডানার ঝাপটে
নূপুর যেটুকু বাজে,
ততোটুকু বাজেও না – তার নাম যদি বলি
মুখে দাঁতে মনে মনে
হৃদয়ের আরক্ত প্রদেশে
বিবৃতির কিছু নেই
তার দিকে চেয়ে চেয়ে দু‘ চোখের
সাধ্য নেই,
তাই
বিষণ্নতা ফেলে দিতে হয়,
ব্যস্ত ভ্রমর হয়ে শুধু গুণ টানা,
টেনে টেনে জড়ো করা
সব স্বপ্ন সব রক্ত তীক্ষ্ণ পুলকের ফলা।
উৎসাহের পথ নেই
নূপুরের রিমিক ঝিমিক
বাজে না তো – যদি বলি তার নাম
হৃদয়ের আরক্ত প্রদেশে।