নগরীর পাঁচলাইশের হিলভিউ রহমান নগরে পিকআপ ভ্যানের ধাক্কায় মাহিনুর নামের ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে রাঙামাটি জেলার লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের রসুলপুর এলাকার মাইনুদ্দিনের ছেলে। গতকাল শনিবার সকালে রহমান নগরের ১০ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ভিকটিম শিশুর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালককে আটক করা যায়নি। তিনি পালিয়েছেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ চাকমা আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, পিকআপটি গ্যারেজ থেকে বের হচ্ছিল। এ সময় ধাক্কা লাগলে শিশু মাহিনুর পড়ে গিয়ে প্রাণ হারায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।