হিরো আলমকে নিয়ে উপহাসের অধিকার কারও নেই : টিআইবি

| মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:১৭ পূর্বাহ্ণ

বিএনপির ছেড়ে দেওয়া দুই আসনের উপনির্বাচনে সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ হিরো আলমের প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে দেশের বড় দুই রাজনৈতিক দলের বক্তব্যে হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একজন সংসদ সদস্য পদপ্রার্থী বা দেশের একজন সাধারণ নাগরিককে নিয়ে এমন ‘উপহাস’ করার অধিকার কারও নেই মন্তব্য করে গতকাল বিবৃতি দিয়েছে সংস্থাটি। খবর বিডিনিউজের।

হিরো আলমকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের বক্তব্যকে ‘অবমাননা’ ও ‘উপহাসমূলক’ মন্তব্য করে এ ধরনের ঘটনাকে অনভিপ্রেত বলছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক রীতি অনুযায়ী পরস্পরকে নিয়ে বিষোদ্গার নতুন কিছু নয়। কিন্তু সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুল হোসেন আলমের ব্যক্তি পরিচয় ও অবস্থাকে মানদণ্ড হিসেবে দাঁড় করিয়ে দুই দল একে অপরকে আক্রমণ করেছেন। সেই মানদণ্ড যে ইতিবাচক কিছু নয়, বরং এর মাধ্যমে আলম এবং সর্বস্তরের সাধারণ মানুষকে হেয় প্রতিপন্ন করা হয়েছে তা বলাই বাহুল্য।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর বালুতে ভরাট হচ্ছে দেড়শ বছরের পুরনো পুকুর
পরবর্তী নিবন্ধহিরো আলমকে নিয়ে আমার কোনো মন্তব্য ছিল না : কাদের