হিমোফিলিয়া সোসাইটিকে লায়ন্স ক্লাবের কম্পিউটার প্রদান

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২০ at ৯:২২ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগং, লিও ক্লাব অব চিটাগং ও লিও ক্লাব অব কেম্ব্রিয়ান গার্লস এর উদ্যোগে হিমোফিলিয়া রোগীদের সংগঠন হিমোফিলিয়া সোসাইটি অব চিটাগং অফিসকে একটি কম্পিউটার প্রদান করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন মো. আবু নাসের রনির সভাপতিত্বে সেবা কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক জেলা গভর্নর লায়ন কামরুন মালেক, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাস, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন সামসুদ্দিন আহমেদ সিদ্দিকি, কেবিনেট সেক্রেটারি লায়ন অশেষ কুমার উকিল, কেবিনেট ট্রেজারার লায়ন আশরাফুল আলম আরজু। উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন সিরাজুল হক আনসারী, পিডিজি লায়ন মোস্তাক হোসাইন, পিডিজি লায়ন মনজুরুল আলম মনজু, পিডিজি লায়ন নাসির উদ্দীন চৌধুরী, জিএলটি লিডার লায়ন জিকে লালা, সদ্য প্রাক্তন সভাপতি লায়ন নিশাত ইমরান, ক্লাব সেক্রেটারি লায়ন শহিদুল ইসলাম টিটু, ট্রেজারার লায়ন সাহেদা কামাল, ডিস্ট্রিক্ট গভর্নর এডভাইজার লায়ন জাফরুল্লাহ চৌধুরী, লায়ন ডা. দেবাশীষ দত্ত, লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, মহিউদ্দিন চৌধুরী, তপন কান্তি দত্ত, আবু তাহের খান, আবু মোরশেদ, এ কে এম সালাউদ্দিন, প্রজেক্ট চেয়ারম্যান লায়ন ইসমাইল চৌধুরী, ডা. গোপাল ভট্টাচার্য, সাধন কুমার ধর, ডা. মেজবাহ উদ্দিন তুহিন, আবদুর রব শাহিন, সোহেল খান, রবি শংকর, নাজমুল শাকের, লিও মাল্টিপল প্রেসিডেন্ট লিও শাহরিয়ার ইকবাল, জেলা প্রেসিডেন্ট লিও হাকিম, ক্লাব প্রেসিডেন্ট লিও রুমেল, লিও রাহুল প্রমুখ। হিমোফিলিয়া সোসাইটি পক্ষে সেক্রেটারি এইচ এম তানভীর, সহ-সভাপতি দিদারুল আলম এবং ট্রেজারার মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের পুনর্মিলনী
পরবর্তী নিবন্ধপ্রসেনিয়াম : বিশ্বাসের প্রতিবিম্ব