হিমছড়িতে সংরক্ষিত বনভূমি বরাদ্দে উদ্বেগ

| রবিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২১ at ৬:২৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের হিমছড়ি জাতীয় উদ্যানের ৭০০ একর সংরক্ষিত বনভূমি প্রশাসন একাডেমির জন্য বরাদ্দে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অ্যালামনাই অ্যাসোসিয়েশন। গতকাল শনিবার অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মুহাম্মদ বেলাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ জসীমউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। খবর বাংলানিউজের।
এ বিষয়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, প্রধান বন সংরক্ষক ও কঙবাজার জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় হত্যাচেষ্টার দুই আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবারাদারের সঙ্গে সেদিন কী ঘটেছিল