হিন্দু ফাউন্ডেশনের অনুদান প্রদান

| রবিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের বিবাহ সহায়তা প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার ফান্ডেশনের মৈত্রী ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কন্যাদায়গ্রস্থ গরিব পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। পরিবারের লাভলী দেবী, পপি রানী দাশ, রিয়া দাশ, ভূমিকা পোদ্দার, মেনকা চক্রবর্তী ও লিপি দেবীর হাতে নগদ অর্থ প্রদান করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাহিফা প্রাক্তন মহাসচিব শ্যামল কুমার পালিত, মহাসচিব এড. নিতাই প্রসাদ ঘোষ, সহ-মহাসচিব বিশ্বজিৎ পালিত ও দপ্তর সচিব বিকাশ মজুমদার প্রমুখ। এ সময় সীতাকুণ্ডের পশ্চিম মহাদেবপুরের উজ্জ্বল নন্দী (প্লাজমা ফেরোসিস ও থাইমাস গ্ল্যান্ড) অপারেশনের চিকিৎসা সহায়তার টাকা তার পুত্র প্রিয়তম নন্দীর হাতে প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ষপূর্তি
পরবর্তী নিবন্ধদৃষ্টিকোণ ব্লাড ডোনার্স এসো’র চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা