হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের মতবিনিময়

| মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

কাতালগঞ্জস্থ এম এ হান্নানের বাসভবনে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা গত ১৯ নভেম্বর মানবাধিকার কর্মী মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ মাহফুজ হান্নান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি এস এম সালাহ্‌ উদ্দিন সামির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এম নুরুল হুদা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সামশুদ্দিন আহমেদ সিদ্দিকী টিপু, সংগঠনের মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট অশোক কুমার দাশ। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম মনজুর আলম, মোহাম্মদ আসিফ ইকবাল, এম এ আজাদ চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন, আবু সাদাত মোহাম্মদ সায়েম, মোহাম্মদ নুরুল আমিন হিরা প্রমুখ। দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ মাহফুজ হান্নান। এতে বিশিষ্ট সংগঠক মোহাম্মদ হাবিব উল্লাহকে আহ্বায়ক ও অ্যাডভোকেট সামশুদ্দিন আহমেদ সিদ্দিকী টিপুকে সদস্য সচিব করা হয়। প্রেস বিঞ্জপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলী ইঞ্জিন শেড থেকে মালামাল চুরি আটক দুই
পরবর্তী নিবন্ধরাউজানে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত