চান্দগাঁও বি–ব্লক আবাসিক এলাকা কল্যাণ সমিতি ও সমমনা সাধারণ সদস্য পরিষদের উদ্যাগে গত শনিবার বাদে এশা নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদে কমপ্লেক্সে বার্ষিক ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে খতমে কোরআন, খতমে বোখারী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা কারী অলি উল্লাহ, সমিতির সাবেক যুগ্ম সম্পাদক আহসানুল করিম, জসিম উদ্দিন, সমিতির সাবেক সহ সভাপতি চৌধুরী শামসুদ্দিন মাহমুদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইসমাইল, সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক হোসেন, স্বাস্থ্য সম্পাদক ডা. জাহাঙ্গীর উদ্দিন চৌধুরী প্রমুখ।
মাহফিলে আলোচকরা বলেন, সকল প্রকার হিংসা–বিদ্বেষ লোভ লালসা পরনিন্দা থেকে বিরত থেকে কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (দ.) এর জীবনাদর্শকে ধারণ করার তাওফিক দান করুন। প্রেস বিজ্ঞপ্তি।












