শারজায় সানরাইজার্স হায়দরাবাদকে ৩৪ রানে সহজেই হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই এর ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ৭ উইকেটে থামে ১৭৪ রানে। তার আগে কুইন্টন ডি ককের ঝড়ো ব্যাটিংয়ে মুম্বাই ৫ উইকেটে করে ২০৮ রান। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে অধিনায়ক রোহিতকে (৬) হারালেও মুম্বাইয়ের রানের গতি সচল রাখেন ওপেনার ডি কক। সুর্যকুমার যাদব (২৭) ও ঈশান কিষাণের (২৭) সঙ্গে গুরুত্বপূর্ণ দু’টি জুটি গড়ে দলকে তিন অঙ্কের ঘরে পৌঁছে দিয়ে রশিদ খানের বলে সাজঘরে ফেরেন তিনি। ডি ককের ৩৯ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ৪ ছক্কায়। এছাড়া হার্দিক পান্ডিয়া ২৮, কাইরন পোলার্ড ২৫ ও ক্রুনাল পান্ডিয়ার ২০ রানের সুবাদে দুইশ’ পেরোনো সংগ্রহ দাঁড় করায় মুম্বাই। হায়দরাবাদের হয়ে ২টি করে উইকেট নেন সন্দ্বীপ শর্মা এবং সিদ্ধার্থ কাউল। লক্ষ্য তাড়া করতে নেমে হায়দরাবাদ দলীয় ৩৪ রানে প্রথম উইকেট হারায়। ১৫ বলে ২৫ রান করে ফেরেন বেয়ারস্টো। এরপর ঝলক দেখাতে থাকে মনীষ পান্ডের ব্যাটও। কিন্তু ব্যক্তিগত ৩০ রানে তিনিও ফেরত যান জেমস প্যাটিনসনের বলে। এরপর লড়াইটা একাই চালিয়ে যান অধিনায়ক ওয়ার্নার। তাকে সঙ্গ দিতে পারেননি কেন উইলিয়ামসন (৩), প্রিয়ম গার্গরা (৮)। মুম্বাইয়ের চাপের কারণ হয়ে দাঁড়ানো ওয়ার্নারকে নিজের দ্বিতীয় শিকার বানান প্যাটিনসন। ওয়ার্নারের ৪৪ বলে ৬০ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ২ ছক্কায়। অভিষেক শর্মা (১০) ও আব্দুল সামাদ (২০) স্থায়ী হননি বেশিক্ষণ। ব্যক্তিগত ৩ রানে অপরাজিত ছিলেন রশিদ খান। এক বল খেলে রানের খাতা খুলতে পারেননি সন্দ্বীপ। মুম্বাইয়ের হয়ে ২টি করে উইকেট ভাগাভাগি করেছেন ট্রেন্ট বোল্ট, প্যাটিনসন ও জসপ্রীত বুমরাহ। এদিকে, জয় দিয়ে আইপিএল শুরু করা চেন্নাই সুপার কিংস হেরেছিল টানা তিন ম্যাচে। গতকাল আবার জয়ের ধারায় ফিরেছে চেন্নাই। কিংস ইলেভেন পাঞ্জাবকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে জয়ের রাস্তায় ফিরেছে চেন্নাই। প্রথমে ব্যাট করতে নামা পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাহুল ৬৩, আগরাওয়াল ২৬, মানদ্বিপ ২৭, পুরান ৩৩ রান সংগ্রহ করে। চেন্নাইয়ের পক্ষে শার্দুল ঠাকুর নেন দুই উইকেট। জবাবে ব্যাট করতে নামা চেন্নাই সুপার কিংস ওয়াটসন এবং ডুপ্লেসিসের দুর্দান্ত ব্যাটিংয়ের ফলে কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তাও ১৪ বল হাতে রেখে। ওয়াটসন ৫৩ বলে ৮৩ আর পুপ্লেসিস ৫৩ বলে ৮৭ রান করে অপরাজিত থাকেন।