হাড়ির খবর

ছাইফুল হুদা ছিদ্দিকী | বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ৫:৪৪ পূর্বাহ্ণ

এমন কিছু খবর আছে যা বিবিসি, সিএনএন, বিটিভি, সিটিভি, প্রাইভেট টিভি চ্যানেল গুলো কিংবা রেডিও বা ভারতীয় টিভি চ্যানেল গুলোও এধরনের খবর গুলো প্রচার করেনা। আবার অন্য কোনো উপায়ে এই খবর গুলো জানার বা দেখার কোনো উপায় নেই। কিন্তু সে সব খবর আমরা পাই বা দেখি ফেসবুকের মাধ্যমে। প্রিয় চুনতী ও লোহাগাড়ার নানান তথ্য ও সংবাদ। বিভিন্ন পারিবারিক ও সামাজিক আয়োজন।

বন্ধুদের বা নিকট আত্বীয় স্বজনের জন্মদিন, জন্মদিনে শুভেচ্ছা জানানো। কে কোথায় বেড়াতে গেছে ছবি সহ মাঝে মাঝে লাইভ প্রচার। ইফতার মাহফিল, মেজবান, বিয়ে শাদী নানান পারিবারিক অনুষ্ঠান, জন্মদিন পালন ইত্যাদির ছবি। দারুন মজাদার লোভনীয় সব খাবারের ছবি দিয়ে জানা শোনা বন্ধু আত্বীয় স্বজন পরিচিত অপরিচিত ফেসবুক বন্ধুদের ওয়াল দেখে জানতে পারি কে কী রেঁধেছে বা কারা কী কী খাবার খেয়েছে।

আরও কিছু খবর যেমন কারো অসুস্থতার সংবাদ, মৃত্যু সংবাদ। আবার কেউ বিদেশ ভ্রমণে গেলে বিমানে উঠা থেকে শেষ পর্যন্ত তারও নিয়মিত সচিত্র সংবাদ। আবার অনেকের ব্যবসা বাণিজ্য পণ্যের প্রচার, কারও নতুন ব্যবসা শুরুর খবর। কে কী পরীক্ষা দিয়েছে এবং কে কী পাশ করেছে, মাঝে মাঝে কারো রাগ অনুরাগ, প্রিয় কবির কবিতা আর অসাধারণ সব লেখকের লেখনী, নতুন লেখকের নব ধারণার লেখনী, ডাক্তারদের স্বাস্থ্য বিষয়ক লেখা ও সচেতনতা, অনেক ব্যক্তিগত ও সংগঠনের সামাজিক কাজের খবর ইত্যাদি নানান বিষয়ে খবর দেওয়া এবং জানার জন্য একমাত্র ফেসবুকই সমাধান যা দিতে পারে সব হাড়ির খবর ।

পূর্ববর্তী নিবন্ধটিকে থাকুক মৃৎ শিল্প, স্বাবলম্বী হোক শিল্পীরা
পরবর্তী নিবন্ধআবদুল জলিল চৌধুরী ও তাঁর স্বপ্নের কলেজ