হাসপাতালে রোগীদের ভোগান্তি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৮:১০ পূর্বাহ্ণ

জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনে বিপর্যয় দেখা দেওয়ায় চট্টগ্রামে হাসপাতালে ভর্তি রোগীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। গতকাল দুপুর ২টা ৫ মিনিট থেকে বিদ্যুৎ না থাকায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে অধিকাংশ ওয়ার্ডে ফ্যান ঘুরেনি। এতে ভর্তি রোগীদের ভোগান্তি পোহাতে হয়। তবে সন্ধ্যার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সাথে সাথে স্বস্তি নেমে আসে।
জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ৩ হাজারের বেশি রোগী ভর্তি থাকে। দুপুরে বিদ্যুৎ বিপর্যয়ের পর হাসপাতাল কর্তৃপক্ষ জেনারেটর চালিয়ে অপারেশন থিয়েটার ও আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) থাকা রোগীদের বিদ্যুতের ব্যবস্থা করেছে। এছাড়া বেশ কিছু ওয়ার্ডে জেনারেটরে লাইট জ্বললেও ফ্যান বন্ধ ছিল। অনেক রোগীর স্বজনকে তীব্র গরমের কারণে রোগীদের কাগজ দিয়ে বাতাস করতে দেখা গেছে। একই চিত্র দেখা গেছে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালেও।
চমেক হাসপাতালের ১২ নং কার্ডিওলজি ওয়ার্ডের রোগীর স্বজন সেলিম উদ্দিন বলেন, দুপুরে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ায় অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে। পুরো ওয়ার্ডে একটি ফ্যানও চলছে না। পুরো ওয়ার্ডে ভ্যাপসা গরমে অতিষ্ঠ রোগীরা।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, জাতীয় গ্রিডে সঞ্চালন লাইনে বিভ্রাটের কারণে বিদ্যুৎ চলে যাওয়ায় জেনারেটর চালিয়ে মাধ্যমে বিকল্প উপায়ে বিদ্যুতের ব্যবস্থা করেছি। ওয়ার্ডে অপারেশন থিয়েটার, করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এবং আইসিইউতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখেছি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফজলে রাব্বি বলেন, বিদ্যুৎ চলে যাওয়ার পরপর জেনারেটর চালিয়ে সরবরাহ স্বাভাবিক রেখেছি। রোগীদের তেমন ভোগান্তি পোহাতে হয়নি।

পূর্ববর্তী নিবন্ধদেশের অর্ধেক অংশে দুর্ভোগ
পরবর্তী নিবন্ধসাড়ে ৪ ঘণ্টা বিদ্যুৎহীন চট্টগ্রাম