প্রাতিষ্ঠানিক জ্ঞান বৃদ্ধি এবং দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায়িক স্টাডিজ বিভাগের ৭০ জন শিক্ষার্থীর একটি পরিদর্শনকারী দল গত ১১ অক্টোবর স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) পরিদর্শন করেন। চট্টগ্রাম স্টক এঙচেঞ্জ পিএলসি (সিএসই) ফিনান্সিয়াল লিটারেসির কর্মসূচি এবং স্টক মার্কেট উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে পুঁজিবাজার সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিনিয়ত এ ধরনের কার্যক্রমের আয়োজন করে আসছে।
সেশনে অংশগ্রহণকারী সিএসই টিমের সদস্যদের মধ্যে ছিলেন মোহাম্মদ মাহাদী হাসান, মো. নাহিদুল ইসলাম খান, মোহাম্মদ বরকত শফি, আদনান আব্দুর রকিব। অনুষ্ঠান পরিচালনা করেন এম সাদেক আহমেদ। হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ টিমের পক্ষ থেকে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. শামসুল আলম সিদ্দিক, সিনিয়র প্রভাষক মো. আব্দুল জলিল, গোলাম মোস্তফা, জাকারিয়া জাবিন। প্রেস বিজ্ঞপ্তি।