বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) উদ্যোগে গতকাল নগরীর হালিশহরের বি-ব্লকের এস ক্লাব মোড়ে সচেতনতামূলক ক্যাম্প ও শ্রমিকদের আইন-অধিকার-পেশাগত স্বাসহ্য ও কর্মক্ষেত্রের নিরাপত্তা বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইনসাব হালিশহর থানা শাখার সভাপতি কাজী ইসকান্দর মির্জা।
প্রধান অতিথি ছিলেন বিলস-এলআরএসসি চট্টগ্রাম পরিচালনা কমিটির সদস্য ও জেলা টিইউসি সভাপতি তপন দত্ত। তিনি বলেন, শ্রমজীবী মানুষের জীবনমান উন্নত না হলে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজব্যবস্থা গড়ে তোলা যায় না। দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকদের জীবন ও জীবিকার নিরাপত্তা বিধান অত্যাবশ্যক। অপ্রাতিষ্ঠানিক খাতসমূহে শ্রম আইন ও ট্রেড ইউনিয়ন অধিকার কার্যকরও সমভাবে জরুরি।
বক্তারা চট্টগ্রামসহ সারা দেশে চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে শ্রমিক-কর্মচারীদের ব্যাপক হারে চাকুরিচ্যুতি, লে-অফ ঘোষণা ও মজুরি কর্তনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন বিলস-এলআরএসসি চট্টগ্রাম পরিচালনা কমিটির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সভাপতি এ এম নাজিমউদ্দিন। আলোচক ছিলেন বিলস-এর কর্মকর্তা পাহাড়ী ভট্টাচার্য ও রিজওয়ানুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন ইনসাব চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক দিদারুল আলম, হালিশহর থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক মো. আলতাফ হোসেন, মহিলা শ্রমিক দল চট্টগ্রামের সভাপতি শাহেনেওয়াজ চৌধুরী, মো. আলী, হালিশহর থানা ইনসাব সাধারণ সম্পাদক মো. হানিফ, হাসিবুর রহমান বিপ্লব, মো. রুবেল হোসেন প্রমুখ। পরে হালিশহর-সাগরিকা অঞ্চলে বসবাসকারী শ্রমিকদের মধ্যে বিলস-এর বিভিন্ন সচেতনতামূলক প্রচারপত্র ও শ্রম বিষয়ক উপকরণ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।