অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ নানা অপরাধে হালিশহর এলাকার দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল সকালে এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান।
অভিযোগের বিষয়ে আনিসুর রহমান বলেন, হালিশহরের কে ব্লক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ক্যাপ্টেইন্স ডাইন নামের একটি রেস্টুরেন্টকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে কিউএমএস নামের ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, চিকিৎসকের সেম্পল ও বিদেশি ওষুধ বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।