হালিশহরে গৃহবধূর আত্মহত্যা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১০:২৮ পূর্বাহ্ণ

নগরীর বন্দর থানার হালিশহরে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দর থানা এলাকার আনন্দবাজার মুন্সিপাড়া বেলালের কলোনির ভাড়া ঘর থেকে তানজিনার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের স্ত্রী। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে তানজিনা আক্তার নামের ওই গৃহবধূ মানসিক সমস্যায় ভুগছিল। তার মানসিক রোগের চিকিৎসাও চলছিল।

এ ব্যাপারে পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানজিনার লাশ মর্গে রাখা আছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা পরিবারের কেউ জানাতে পারেনি।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানপন্থি এমএনএ এমপিএদেরও তালিকা হবে
পরবর্তী নিবন্ধসাগরে ভেসে এল বিশাল হোস পাইপ