নগরীর হালিশহর এলাকার পোর্ট কানেকটিং রোডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মশিউদ্যোল্লাহ (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে তাসফিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মশিউদ্যোল্লাহ ফটিকছড়ি উপজেলার জাহানপুর এলাকার সওদাগর বাড়ির মৃত মোহাম্মদ মোফাজ্জল মিয়ার পুত্র।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক আজাদীকে বলেন, মশিউদ্যোল্লাহ রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন।
তাসফিয়া কমিউনিটি সেন্টারের সামনে থেকে উদ্ধার করে সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।












