হালিশহরে ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন

| মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ১০:৩৪ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী বলেছেন, আল্লাহ প্রেরিত আখেরি রাসুল হযরত মুহাম্মদ (স.) বিশ্ব মানবতার জন্য অশেষ রহমত। তাঁকে সৃষ্টি না করলে মহান আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। আখেরি নবীর উসিলায় ক্ষমাপ্রাপ্ত হন হযরত আদম ও মা হাওয়া (আ.)। কিন্তু একটি চক্র প্রতি বছর পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) এলে সমাজে বিভক্তি সৃষ্টির পাঁয়তারা করে। মূলত নবী বিদ্বেষীরাই মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি গত শনিবার হালিশহর আর্টিলারি মোড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। মাহফিলে অতিথিবৃন্দ বলেন, মুসলমান মাত্রই জানেন বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর (স.) দিনটি আগে থেকেই সরকারি ছুটি রয়েছে এবং এবছর সরকার এদিনকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করেছে। এজন্য সকলে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন গাউসিয়া মসজিদের পেশ ইমাম হাফেজ মো. তৈয়ব।
গাউসিয়া কমিটি বাংলাদেশ ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আওতাধীন শাপলা আ/এ, শ্যামলী আ/এ ও আর্টিলারি মোড় যৌথ ইউনিটের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। ইউনিট সভাপতি অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সোহেলের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিটের সিনিয়র সহ সভাপতি এমএ সালাম মজুমদার, উপদেষ্টা আবুল কাশেম, সহ সভাপতি ইঞ্জিনিয়ার মো. মোস্তফা, কামরুল আহসান কাউছার, কে এম শরীফ, শাহাদাত হোসেন, জিয়াউল হাসান খসরু, গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন, কুতুব উদ্দিন, মিজানুর রহমান, শাহনেওয়াজ করিম, আবুল কালাম, খোরশেদ, সাদী, মোরশেদ, রফিকুল ইসলাম রুবেল, সাহাবুদ্দিন, শাহীনসহ ইউনিটের সকল সদস্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব চিটাগাং মেট্রোপলিটনের অক্টোবর সেবা কার্যক্রম
পরবর্তী নিবন্ধকাস্টমস, সি এন্ড এফ এসোসিয়েশনে তাহের-আজাদ পরিষদের মতবিনিময়