হালদা রক্ষায় প্রয়োজন সমন্বিত উদ্যোগ

ডিম সংগ্রহকারী সমিতির সভায় বক্তারা

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

হালদায় ডিম সংগ্রহকারী সমবায় সমিতির এক সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাটস্থ হালদা চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল উদ্দীন সওদাগর।

আলোচক ছিলেন হালদা গবেষক অধ্যাপক ড, মনজুরুল কিবরিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি নেহেরুনেচ্ছা, নৌ পুলিশের ওসি একরাম উল্লাহ , হোসেন মোহাম্মদ মনসুর আলী, আবু তালেব, খোরশেদ আলম শিমুল, চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার, জাহেদ হোসেন, রোসাঙ্গীর আলম, মহিউদ্দিন চৌধুরী, ডিম সংগ্রহকারী মোহাম্মদ ইলিয়াস, মো. আসিক প্রমুখ।

বক্তারা বলেন,হালদা রক্ষায় সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নদী রক্ষায় হালদা পাড়ে বসবাস কারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে বক্তারা মত প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধনলুয়া রক্ষাকালী মন্দিরে শিব চতুর্দশী উৎসব শুরু ১৮ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধপটিয়ায় কুসুমপুরা ইউনিয়ন আ. লীগের শান্তি সমাবেশ