হালদা নদী থেকে ১ হাজার মিটার জাল জব্দ

রাউজান প্রতিনিধি | রবিবার , ৬ নভেম্বর, ২০২২ at ১০:৩০ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে যান্ত্রিক নৌযান চলাচল ও জালপাতার বিরুদ্ধে রাউজান উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এক হাজার মিটার জাল জব্দ করেছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ শিকদার থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় এই অভিযান চালানো হয়। জানা যায়, হালদা নদীর ইন্দ্রা ঘাট, নদীমপুর, পশ্চিম ফতেহ নগর এলাকায় অভিযান চালানোর সময় জাল পেতে মাছ শিকার করার অপরাধে দুইজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যামান আদালত আইনে প্রতিজনকে পাঁচ হাজার করে জরিমানা করে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, নদীতে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসোশ্যাল ইসলামী ব্যাংকের ১৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাংলাদেশে ৪র্থ শিল্প বিপ্লবের প্রধান হাতিয়ার হোক রোবটিক্স