হালদা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার নদীর মদুনাঘাট থেকে কালুরঘাট পর্যন্ত টানা চার ঘণ্টা অভিযান পরিচালনা করা হয়। ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন বলেন, হালদা নদীর মা মাছ, জীববৈচিত্র্য ও মিঠা পানির ডলফিন রক্ষায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ৫ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। চুরি করে নদী থেকে মা মাছ শিকার করছে কিছু মানুষ। এ শিকার বন্ধ করতে নদীতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ১৩ ও ১৮ মার্চ নদীর সর্তার ঘাট থেকে কালুরঘাট হালদার মুখ পর্যন্ত অভিযান চালিয়ে সাড়ে নয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।