গোসাইলডাঙ্গা-নিমতলা ভিবিডি চট্টগ্রামের মশক নিধন কর্মসূচি

| সোমবার , ২২ মার্চ, ২০২১ at ১০:২৭ পূর্বাহ্ণ

নগরবাসীকে মশা থেকে নিস্তার দেবার লক্ষে গত শনিবার ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ- চট্টগ্রাম জেলা’ সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডে (নিমতলা-গোসাইলডাঙ্গা) মশক নিধন কর্মসূচি পর্ব-৩ সম্পন্ন করে। উক্ত কর্মসূচিতে প্রায় ৭০ জন ভলান্টিয়ার ৬টি দলে ভাগ হয়ে এলাকার নালা নর্দমায় বদ্ধ পানিতে লার্ভাসাইট ছিটায় এবং এলাকাবাসীকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার জন্য সচেতন করে। কর্মসূচিতে দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন মো. আমানত উল্লাহ রোকন। সামগ্রিকভাবে সহায়তা প্রদান করেন স্থানীয় কাউন্সিলর মো. মোর্শেদ আলি। উল্লেখ্য, গত ৬ ও ১৩ মার্চ উক্ত কর্মসূচির ১ম ও ২য় পর্ব সফলভাবে সম্পন্ন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধহালদা থেকে ৫ হাজার মিটার ঘেরা জাল জব্দ