হালদা থেকে ৩শ মিটার অবৈধ ঘেরা জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৩ জুন, ২০২১ at ১০:১৩ পূর্বাহ্ণ

হালদা নদী থেকে ৩শ মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার নদীর উত্তর মাদার্শা আমতুয়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গ্রাম পুলিশের সহযোগিতায় নদীর আমতুয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩ শ মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে। মাছের মজুদ বৃদ্ধি ও জীব বৈচিত্র্য রক্ষার জন্য এ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধপুঁইছড়ি গোবিন্দ খালে বিকল্প সড়কে গাড়ি আটকে যানজট
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে শিশুসহ ১৪ রোহিঙ্গা আটক