হালদা থেকে মা মাছ উদ্ধার ও ২ হাজার মিটার জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৩০ মে, ২০২২ at ৯:১৩ পূর্বাহ্ণ

 

 

মা মাছ রক্ষায় হাটহাজারী উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত শনিবার দিবাগত রাত থেকে সকাল গতকাল রোববার ভোর ৬টা পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে বড় ওজনের ১ টি মা মাছ (রুই) উদ্ধার করা হয়। জীবিত মা মাছটি তাৎক্ষণিক নদীতে অবমুক্ত করা হয়। এছাড়া অভিযানকালে ১ টি বড়শি ও ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়। উত্তর মাদার্শা ইউনিয়নের আজিমের ঘাট পয়েন্ট থেকে অভিযান শুরু করে ফরহাদাবাদ ইউনিয়ন পর্যন্ত এলাকাজুড়ে ৬ ঘন্টাব্যাপী অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন গুমান মর্দ্দন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান, আইডিএফ মৎস্য কর্মকর্তা রাব্বানী। চলমান প্রজনন মৌসুমে মা মাছ রক্ষায় সকলের সচেতনতা প্রয়োজন। এ বিষয়ে হালদা পাড়ের অধিবাসী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন ইউএনও মো. শাহিদুল আলম।

পূর্ববর্তী নিবন্ধমানবিক সমাজ বিনির্মাণে জীবনঘনিষ্ঠ ছোটগল্প অন্যতম ভূমিকা রাখতে পারে
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ব্যবসায়ীদের সাথে ডায়মন্ড সিমেন্টের মতবিনিময়