হালদা থেকে বালু উত্তোলন, চারজনকে কারাদণ্ড

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৮:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফটিকছড়িতে হালদা নদী থেকে নৌকা দিয়ে বালু উত্তোলন করায় ৪ জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নাজিরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ড মতি ভান্ডারের পাশে হালদা নদী থেকে নৌকায় বালু উত্তোলন করায় ৪ জনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।

জানা যায়, স্থানীয় কাউন্সিলর ও জনগণের সহযোগিতায় ইউএনওর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তাৎক্ষণিকভাবে ৪ জনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটকরা হলেন আব্দুল জব্বার, মোহাম্মদ অলিউল্লাহ, মোহাম্মদ খোকন ও আব্দুল মতিন।

এ ব্যাপারে ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, ৪ জনকে হালদা থেকে বালু উত্তোলনের দায়ে ১০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধঅগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
পরবর্তী নিবন্ধনিজেই নিজেকে সম্মান দিতে হয়