হালদা নদী থেকে মৃত কাতলা মাছ উদ্ধার করা হয়েছে আজ বুধবার (২১ অক্টোবর)।
নয় কেজি ওজনের মাছটি উদ্ধার করা হয় হালদা নদীর কেরামতলী মনু মেম্বারের টেক থেকে। উদ্ধার করা মাছের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কয়েক দিন পূর্বে মাছটি মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, আজ সকালে মৃত কাতলা মাছটি নদীতে ভাসতে দেখে স্হানীয় লোকজন বিষয়টি হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করে।
তিনি ঘটনাস্থলে গিয়ে বেসরকারি উন্নয়ন সংস্হা আইডিএফ-এর কর্মকর্তাদের সহযোগিতায় মৃত মাছটি উদ্ধার করেন।
উদ্ধারকৃত মাছের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মাছটিতে থেকে পচা গন্ধ বের হচ্ছে।
উদ্ধারকৃত মাছটি গড়দুয়ারা কান্তরআলী হাট এলাকায় মাটি চাপা দেওয়া হয়েছে।
হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনী হালদা নদী থেকে নয় কেজি ওজনের মৃত কাতলা মাছ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। মাছটি মাটি চাপা দেওয়া হয়েছে বলে জানান তিনি।