হালদায় ৯ হাজার মিটার জাল জব্দ

নৌ পুলিশের অভিযান

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ২:৫৬ অপরাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র জোয়ার-ভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে।

আজ শুক্রবার(১ জুলাই) সকাল সাড়ে সাতটা থেকে সোয়া নয়টা পর্যন্ত নদীর বিভিন্ন স্হানে পরিচালিত অভিযানে ৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী নৌ পুলিশ হাটহাজারী ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক জানান, আজ শুক্রবার সঙ্গীয় ফোর্স নিয়ে নদীর নোয়াপাড়া, ছায়ারচর, কচুখাইন এলাকায় অভিযান পরিচালনাকালে পাতানো অবস্থায় দাবিদারহীন অবৈধ চরঘেরা ৯ হাজার মিটার জাল উদ্ধার করা হয়।

হালদা নদীতে মাছের মজুদ বৃদ্ধির লক্ষ্যে অভিযান ও টহল অব্যহত থাকবে বলে গণমাধ্যমকে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধভয়াবহ সমুদ্রযাত্রা, অসুস্থ বাংলাদেশি ক্রিকেটাররা
পরবর্তী নিবন্ধকরোনায় ৫ মৃত্যু