হালদা নদীতে গতকাল বুধবার নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে। নদীর মোহনা এলাকায় পরিচালিত অভিযানে দুই হাজার মিটার অবৈধ জাল ও একটি ডিঙি নৌকা উদ্ধার করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী নৌ পুলিশের ইনচার্জ মো. এনামুল হক জানান, বুধবার ভোরে সঙ্গীয় ফোর্স ও আই ডি এফ স্বেচ্ছাসেবক দল নিয়ে নদীর মোহনা ও কচুখাইন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
ডিঙ্গি নৌকা টি নদীতে ডুবিয়ে ধ্বংস করা হয়েছে। মাছের মজুদ বৃদ্ধি, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় হালদা নদীতে নৌ টহল ও অভিযান অব্যাহত রয়েছে।