হালদায় অভিযানে ৫ হাজার মিটার ঘেরা জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২১ মার্চ, ২০২১ at ৭:০৩ অপরাহ্ণ

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষিত দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
আজ রবিবার (২১ মার্চ) হালদা নদীর মদুনাঘাট থেকে কালুরঘাট পর্যন্ত টানা চার ঘণ্টা অভিযান পরিচালনা করা হয়।
ইউএনও মোহাম্মাদ রুহুল আমিন বলেন, “বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ও হালদা নদীর মা মাছ, জীববৈচিত্র ও বিরল প্রজাতির মিঠা পানির ডলফিন রক্ষায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চালিয়ে ৫ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। সামনে মা মাছের প্রজনন মৌসুমে এক শ্রেণীর মৎস্যলোভী চুরি করে নদী থেকে মা মাছ শিকার করছে।”
এ শিকার বন্ধ করতে নদীতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, গত ১৩ ও ১৮ মার্চ নদীর সত্তার ঘাট থেকে কালুরঘাট হালদার মুখ পর্যন্ত অভিযান চালিয়ে সাড়ে নয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে মাইক বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যৃ