বাঁশখালীতে মাইক বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২১ মার্চ, ২০২১ at ৬:২৩ অপরাহ্ণ

বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী আস্করিয়া পাড়ার জোট পুকুরের পাশে অবস্থিত হাফেজিয়া দরসুল কোরআন হেফজখানা ও এতিমখানা মাদ্রাসার বার্ষিক মাহফিলে গাছের ডালে মাইক বাঁধতে গিয়ে গিয়াস উদ্দিন প্রকাশ কায়ছার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ রবিবার (২১ মার্চ) সকালে সংঘটিত ঘটনায় মৃত্যুবরণকারী কায়ছার বাঁশখালী পৌরসভার বাহারুল্লাহপাড়া এলাকার মনজুর আহমদের পুত্র ।
স্থানীয় ও বাঁশখালী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী আস্করিয়া পাড়ার জোট পুকুরের পাশে অবস্থিত হাফেজিয়া দরসুল কোরআন হেফজখানা ও এতিমখানা মাদ্রাসার বার্ষিক মাহফিলের গাছের ডালে মাইক বাঁধতে উঠেন কায়ছার।
এ সময় বিদ্যুৎ সংযোগ চালু থাকায় তিনি মুহূর্তের মধ্যে বিদ্যুতায়িত হয়ে ঝুলে পড়লে তখন জনগণ দেখতে পেয়ে চিৎকার করলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বাঁশখালী ফায়ার সার্ভিস টিম এসে তাকে উদ্ধার করার আগে তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, “বিদ্যুৎ লাগার সাথে সাথে কায়ছার মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার লাশ উদ্ধার করা হয়েছে।” এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধএকশয়ের বেশি অতিথি সমাবেশ নিষিদ্ধ
পরবর্তী নিবন্ধহালদায় অভিযানে ৫ হাজার মিটার ঘেরা জাল জব্দ