এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান পরিচালনা করে ১ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত নদীর গড়দুয়ারা কান্তার আলীহাট থেকে রামদাস মুন্সিহাট পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত নদীর দীর্ঘ ১০ কিলোমিটার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ হাজার মিটার অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে।
নদীর আমতুয়া নামকস্থান থেকে এসব জাল জব্দ করা হয়েছে। এনজিও সংস্থা আইডিএফ, গ্রাম পুলিশ এবং আনসারের সহযোগিতায় এসব জাল জব্দ করা হয়েছে। নদীর মা মাছ, জীব বৈচিত্র্য ও মিঠা পানির ডলফিন রক্ষার জন্য এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।