দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত নদীর গড়দুয়ারা, আমতুয়া ও আজিমার ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে দুটি ঘেরা জাল জব্দ করা হয়েছে।
হালদা নদীতে অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২ থেকে ৩টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে নদীর গড়দুয়ারা, আমতুয়া ও আজিমার ঘাট প্রভৃতি এলাকায় গ্রাম পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে দুটি ঘেরা জাল জব্দ করা হয়েছে। নদীতে মাছের মজুদ বৃদ্ধি, জীব বৈচিত্র্য ও মিঠা পানির পরিবেশ বান্ধব ডলফিন রক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে।