হালদার শাখা নদীতে মৃত ডলফিন

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৪:১৩ অপরাহ্ণ

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর সংযোগ খাল চেংখালি থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জুলাই) উপজেলার মেখল ইউনিয়নের মুফতি ফয়জুল্লাহ সড়কের চেংখালি ব্রিজের নিচ থেকে সাড়ে ৭ ফুট দৈর্ঘ্যের ডলফিনটি উদ্ধার করা হয়। স্থানীয়রা খালে মৃত ডলফিন দেখে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিনকে অবহিত করলে তিনি স্থানীয় লোকজনে সহযোগিতায় ডলফিনটি উদ্ধার করেন।
জানা যায়, উপজেলার মেখল ইউনিয়নের চেংখালি ব্রিজের নিচের এলাকায় একটি মৃত ডলফিন দেখতে পায় এলাকাবাসী।
এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন এসে সাড়ে ৭ ফুট দৈর্ঘ্যের ডলফিনটি উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে হালদার জোয়ার পানির স্রোতে শাখা খালে আটকা পড়ার কারণে ডলফিনটির মৃত্যু হয়।
ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে আইডিএফ ও স্থানীয় বন বিভাগের উপস্থিতিতে উপজেলা প্রশাসন ডলফিনটি মাটি চাপা দেয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন জানান, উপজেলার চেংখালি ব্রিজের নিচে একটি মৃত ডলফিন দেখতে পায় এলাকার লোকজন।
তাদের তথ্যের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহযোগিতায় এটি উদ্ধার করে পরে আইডিএফ ও বনবিভাগের উপস্থিতিতে হালদা নদীর পাড়ে মাটি চাপা দেওয়া হয়। ডলফিনটির একটি পাখনা কেটে পরীক্ষার জন্য ল্যাবটরিতে পাঠানো হয়।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে কঠোর লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলাবাহিনীও কঠোর
পরবর্তী নিবন্ধকরোনায় ছেলের মৃত্যু, জানেনা হাসপাতালে চিকিৎসাধীন মা