হালদায় অভিযান, ৫ হাজার মিটার ঘেরা জাল জব্দ

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ নভেম্বর, ২০২৪ at ৯:২৫ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, জোয়ারভাটার নদী হালদা নদীতে গভীর রাতে অভিযান পরিচালনা করে ৫ হাজার মিটার (১০টি) অবৈধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে ভোর রাত ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়ন ও উত্তর মাদার্শা ইউনিয়নের বিভিন্ন অংশ এবং রাউজান সীমান্তের বিভিন্ন অংশে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৫ হাজার মিটারের অবৈধ চর ঘেরা জাল জব্দ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.আমিনুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিএফের মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ, হালদা নদীর ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ।

ইউএনও এবিএম মশিউজ্জামান বলেন, হালদা নদীর মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ি জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ জন চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধজাফর উল্লাহ খাঁন