হার দিয়ে শুরু চট্টগ্রাম বিভাগের

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৮:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত মহিলাদের জাতীয় ক্রিকেট লিগের শুরুটা হয়েছে চট্টগ্রামের হার দিয়ে। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট বিভাগ। ব্যাটে এবং বলে চরমভাবে ব্যর্থ হয়েছে চট্টগ্রামের ক্রিকেটাররা।
প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম ১৮.১ ওভারে মাত্র ৪৪ রান করে অল আউট হয়ে যায়। দলের একজন মাত্র ব্যাটার দুই অংকের ঘরে যেতে পেরেছেন। তিনি হলেন ১০ রান করা ১০ রান করা তমালিকা। বাকি দশ ব্যাটার মিলে করেছেন ২৭ রান। সিলেট বিভাগীয় দলের পক্ষে মাত্র ৫ রানে ৩টি উইকেট নিয়েছেন দিপা। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন মারুফা এবং ইসমত। একটি করে উইকেট নিয়েছেন ফাহিমা এবং লাবনী। ৪৫ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে উইকেট হারায় সিলেট। পরে ৩৭ রানের মধ্যে সাজঘরে ফেরেন তাদের আরও চারজন ব্যাটার। তবে লক্ষ্য ছোট হওয়ায় বিপদে পড়তে হয়নি তাদের। ১৪ ওভারেই লক্ষ্যে পৌছে যায় স্বাগতিকরা। দলটির হয়ে সর্বোচ্চ ১৭ রানের ইনিংসটি আসে ম্যাচ সেরা হওয়া দিপার ব্যাট থেকে।ইশমা করেন ১৩ রান এবং ১০ রান করে অপরাজিত থাকেন ইসমত। চট্টগ্রামের পক্ষে সোবহানা নিয়েছেন ১১ রানে ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন খাদিজা এবং স্বর্না। ম্যাচ সেরা হয়েছেন সিলেটের দিপা খাতুন।

পূর্ববর্তী নিবন্ধজন্মদিনে দোয়া চেয়ে কাঁদলেন ফারুক
পরবর্তী নিবন্ধবাংলাদেশে টি-স্পোর্টসে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ