হারানো সব অঞ্চল যুদ্ধ করে ফিরে পেতে চাই না : জেলেনস্কি

| সোমবার , ৩০ মে, ২০২২ at ৮:৫২ পূর্বাহ্ণ

 

রাশিয়ার কাছে হারানো সব অঞ্চল ইউক্রেন যুদ্ধ করে ফিরে পেতে চায় না বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় শনিবার (২৮ মে) দেওয়া একটি ভিডিও বার্তায় তিনি এমনটি জানান। জার্মানিভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। জেলেনস্কি বলেন, আমরা যদি যুদ্ধ করে (সামরিক পন্থায়) চেষ্টা করি তাহলে লাখ লাখ মানুষ প্রাণ হারাবে। তবে জেলেনস্কি বিশ্বাস করেন, ইউক্রেন সবকিছু ফিরে পাবে। সবকিছু। ইউক্রেনের পূর্বাঞ্চলের বর্তমান পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে জেলেনস্কি জানান, সেখানকার পরিস্থিতি অবর্ণনীয় রকমের কঠিন। এসব অঞ্চলে রাশিয়া ক্রমাগত নিজেদের দখলে নিচ্ছে। তিনি বলেন, বিশেষ করে দনবাস এবং খারকিভ অঞ্চলের পরিস্থিতি খুবই জটিল। সেখানে রাশিয়ান সেনারা (যুদ্ধের) কিছু ফলাফল অন্তত নিজেদের পক্ষে নিতে চাচ্ছে। এদিকে, ইউক্রেনের লাইমান অঞ্চলের দখল নেওয়ার পর রাশিয়ার সেনারা ইউক্রেনের সীমান্তবর্তী শহর সিভিরোদনেতস্ক দখলে হামলা জোরদার করেছে।

বার্তাসংস্থাগুলো জানায়, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের দখল নিতে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়ান সেনারা। এ অঞ্চলের সিভিরোডোনেতস্ক ও লিসিচান্সক শহরের চারপাশে নিজেদের অবস্থান জোরদার করছে। লিসিচান্সক অঞ্চলের গভর্নর সেরগি গাইডে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, পরিস্থিতি মারাত্মক খারাপ। একটি আবাসিক ভবনে রাশিয়ার বোমার আঘাতে একজন মেয়ে নিহত হয়েছেন এবং চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২০.০৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইরানের ভূগর্ভে ড্রোনের গোপন ঘাঁটি