হামলাকারী আটক

| মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৪:৫১ পূর্বাহ্ণ

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করীমকে আঘাত করা ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যার পর নগরীর চৌমাথা এলাকা থেকে হামলাকারীকে আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন। গ্রেপ্তার ব্যক্তির নাম স্বপন (৪৫)। তবে তার বিস্তারিত কোনো পরিচয় জানানো হয়নি। ওসি বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীকে অভিযোগ দিতে বলেছি। তিনি অভিযোগ দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, আমরা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীকে আটক করতে পেরেছি। আমি ফয়জুল করীম সাহেবকে বলেছিলাম যে, হামলাকারী কেউ রক্ষা পাবে না। আপনারা আমাদের ওপর আস্থা রাখুন। খবর বিডিনিউজের।

এ ঘটনার রেশ ধরে নগরীতে যেন বিশৃঙ্খলা করা না হয় সে বিষয়েও প্রার্থীকে অনুরোধ করা হয়েছিল বলে জানান তিনি। পুলিশ কমিশনার বলেন, তারপরও যদি কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চেষ্টা করেন তাহলে পুলিশ কঠোর হতে বাধ্য হবে।

পূর্ববর্তী নিবন্ধসবার হবে স্বতন্ত্র আইডি
পরবর্তী নিবন্ধবরিশালে হাতপাখার মেয়র প্রার্থীর ওপর হামলা