হামজার অভিষেক ম্যাচে বাংলাদেশের ড্র

ভারতের সাথে ফিরতি ম্যাচ ১৮ নভেম্বর

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:২৭ পূর্বাহ্ণ

মাঠে নামার আগেই বাংলাদেশের হামজা চৌধুরী যেন নায়ক বনে গিয়েছিলেন। মাঠেও ছিলেন ঠিক তেমন ভূমিকায়। বাংলাদেশের হয়ে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেই সামর্থ্যের শতভাগ দিয়ে খেললেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। মিডফিল্ড ও আক্রমণভাগে প্রাণবন্ত ছিলেন প্রথমার্ধে, বিরতির পর তপু বর্মণের অনুপস্থিতিতে তাকে খেলানো হয় সেন্টার ব্যাকে। সেখানেও দারুণ সফল। অন্যদিকে অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রীকে তেমন সুযোগ দেয়নি বাংলাদেশ। ফলে ভারতের মাঠ থেকে লালসবুজের প্রতিনিধিরা গোলশূন্য ড্র নিয়ে ফিরছে। আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়া কাপ বাছাইয়ের ফিরতি পর্বে বাংলাদেশের মাটিতে লড়বে এই দুই দল। শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ ভারতের চেয়ে সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় গোলশূন্য ড্র হয়ে যায় দু’দলের খেলা। বাংলাদেশের জার্সিতে নতুন পরিবেশে হামজা প্রথম ম্যাচেই প্রাণবন্ত ছিলেন। যেখানে বল সেখানেই ছুটে গেছেন তিনি। কখনও রক্ষণের দেয়াল হয়ে দাঁড়িয়েছেন, আবার কখনও আক্রমণে সহায়তা করেছেন। বাংলাদেশের কর্নারগুলো হামজাই নিয়েছেন। মাঝেমধ্যে হামজার বাড়ানো থ্রু পাস ভারতের রক্ষণে ত্রাসের সৃষ্টি করেছে। প্রতিপক্ষের সঙ্গে বল দখলের লড়াইয়ে অধিকাংশ সময় হামজাই জিতেছেন। হামজার ট্রেডমার্ক স্লাইডিং ট্যাকেলে নস্যাৎও হয়েছে ভারতের আক্রমণ। হামজার উজ্জ্বল দিনে নিষ্প্রভ ছিলেন ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী। তিনি বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমাকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেননি।

ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটা মিস করে বাংলাদেশ, একেবারে খেলার প্রথম মিনিটে। কিছুক্ষণ পর হামজার নেওয়া এক কর্নারে ভারতীয় গোলরক্ষক বিশাল গ্রিপ করলেও শট নেওয়ার সময় বল বাধাগ্রস্ত হয়ে আবার ভারতের পোস্টের দিকে যায়। বাংলাদেশের হৃদয়ের শট ভারতীয় ডিফেন্ডার গোললাইন থেকে ক্লিয়ার করেন। প্রথমার্ধে বাংলাদেশ বল পজেশন ও আক্রমণে ভারতের চেয়ে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে দেখা যায় অন্য ভারতকে। খেলার শুরু থেকেই আক্রমণ করতে থাকে স্বাগতিকরা। ৫৫ মিনিটে লিস্টন কোলাসোর ক্রসে সুনীল ছেত্রী মাথা ছোঁয়াতে পারলেই গোল হতে পারতো। বাংলাদেশের গোলরক্ষক মিতুল পরাস্ত ছিলেন। এরপর ভারত একাধিক কর্নার আদায় করে কয়েক মিনিটের মধ্যে। হামজা এই অর্ধে রক্ষণেই বেশি সময় কাটিয়েছেন। ৬০ মিনিটে বাংলাদেশ শাহরিয়ার ইমন ও জনির পরিবর্তে চন্দন রায় ও ফয়সাল আহমেদ ফাহিমকে নামায়। ৭৫ মিনিটে রাকিবের বাড়ানো বলে ফাহিম বঙের মধ্যে গোলের সুযোগ পেয়েও মিস করেন। একাধিক খেলোয়াড় পরিবর্তন করলেও ম্যাচের ফল পরিবর্তন করতে পারেননি বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

পূর্ববর্তী নিবন্ধআমি কেন এমন, আমি কেন ওদের মতো নই?
পরবর্তী নিবন্ধচবির ‘ডি’ ইউনিটে পাসের হার ৩৭%