হাদিকে গুলি গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত : তারেক

| শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

ঢাকা৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে বিএনপির এক আলোচনা সভায় এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেছেন, আজকে শরীফ ওসমান বিন হাদির যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনা আরো ঘটেছে। কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের এক এমপি প্রার্থীর উপরে যা হয়েছে, এটা ষড়যন্ত্র। এটার বিরুদ্ধে যদি আমাদেরকে অবস্থান নিতে হয়, এই অন্যায়ের বিরুদ্ধে যদি অবস্থান নিতে হয়, যেকোনো মূল্যে আমাদেরকে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে,যেকোনো মূল্যে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে হবে, গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। খবর বিডিনিউজের।

তারেক রহমান বলেন, এই ষড়যন্ত্র বন্ধ করতে পারে এই দেশের মানুষ, এই ষড়যন্ত্র বন্ধ দমিয়ে দিতে পারে, রুখে দিতে পারে গণতান্ত্রিক চর্চা তথা গণতন্ত্র।

ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সপ্তাহব্যাপী কর্মশালার ষষ্ঠদিনের আয়োজনে কথা বলছিলেন তারেক রহমান। ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের দলের পরিকল্পনাগুলো তোমাদের কাছে অর্পণ করছি।

পূর্ববর্তী নিবন্ধইরানে শান্তিতে নোবেল জয়ী নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসবাই ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে