হাত-পা বেঁধে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালিয়েছে জাহেদুল ইসলাম (২০) নামে এক যুবক। উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। জানা যায়, ওইদিন যখন সবাই ইফতার করা নিয়ে ব্যস্ত ছিলেন তখন চানাচুর হাতে ধরিয়ে দিয়ে মুখ চেপে শিশুটিকে বাড়ির কাছের বাগানে নিয়ে যায় জাহেদুল।

এ সময় শিশুটির হাত-পা বেঁধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় সে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশ থেকে লোকজন জড়ো হলে যুবকটি পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় গতকাল বুধবার বিকেলে শিশুর মা বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা রুজু করেছেন। মামলায় একমাত্র আসামী করা হয়েছে জাহেদুল ইসলামকে।

সে একই এলাকার শহীদুল ইসলামের ছেলে। চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজীব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পেয়ে পুলিশ প্রথমে ঘটনাস্থল পরিদর্শন করে। এর পর শিশুর মা বাদী হয়ে থানায় এজাহার দিলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়। ঘটনায় জড়িত জাহেদুল ইসলামকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজ রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে দ্বারোদঘাটন
পরবর্তী নিবন্ধ৮ ব্যক্তিকে সাড়ে ২৭ হাজার টাকা জরিমানা