হাতি খেয়েছে গোলার ধান, থানায় জিডি

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

হাতির দল গোলা ভেঙে খেয়েছে ধান, আখ ক্ষেতে চালিয়েছে তাণ্ডব। তাই ক্ষতিপূরণ চেয়ে বোয়ালখালী উপজেলার জৈষ্ঠপুরা এলাকা কৃষক নিপুল কুমার সেন ও তোফায়েল আহমদ নামের দুই ভুক্তভোগী থানায় জিডি ও নালিশ করেছেন।
নিপুল কুমার সেন জানান, গত ২৩ নভেম্বর ভোরে ৩/৪ টি বন্য হাতি আমার বাড়ির আঙিনায় থাকা ধানের গোলা ভেঙে প্রায় ১৫০ আড়ি (দেড় টন) ধান খেয়ে ফেলে। এ ধানের আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা। তাই ক্ষতিপূরণ চেয়ে আমি থানায় জিডি করেছি।
অপরদিকে তোফায়েল আহমদ জানান, হাতির পালটি আমার আখ ক্ষেতের ব্যাপক ক্ষতিসাধন করেছে। এ নিয়ে আমি স্থানীয় ইউনিয়ন পরিষদ ও থানায় নালিশ দিয়েছি।
স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে-সাথেই হাতিগুলো পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। ক্ষেত-খামার গাছপালা ও বাড়িঘর ভেঙ্গে তছনছ করে দেয়। এতে এলাকাবাসীরদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, প্রতিদিনই পাহাড় থেকে বন্য হাতি নেমে লোকালয়ে ফসলের ক্ষয়ক্ষতি করছে। গত মঙ্গলবার ভোরে জৈষ্ঠপুরা এলাকার কৃষক নিপুল কুমারের গোলা ভেঙে ধান খাওয়ার ঘটনা এবং এর আগে তোফায়েল আহমদের আখ ক্ষেত নষ্ট করেছে বলে অভিযোগ পেয়ে তা সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম বলেন, হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষক থানায় সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।
জানতে চাইলে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার দৈনিক আজাদীকে বলেন, সাম্প্রতিক বিষয়টি কেউ আমাকে অবগত করেননি, তবে আমি খোঁজ নেবো। যদি তেমন কিছু হয়ে থাকে তার জন্য বন বিভাগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ক্ষতি পূরণের ব্যবস্থা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধনন-কোভিড রোগীদের জন্য আলাদা হলো দশ আইসিইউ
পরবর্তী নিবন্ধকর্ণফুলী গ্যাসের নিয়োগ পরীক্ষা কেন ঢাকায়