হাটহাজারী সরকারি কলেজে বাস সার্ভিস চাই

| রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৫৬ পূর্বাহ্ণ

বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত চট্টগ্রাম জেলার এক স্বনামধন্য কলেজ হাটহাজারী সরকারি কলেজ। এই কলেজ উত্তর চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রাম শহর থেকে প্রায় ২৪ কি:মি দূরত্বে এই কলেজ অবস্থিত। ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজটি ছাত্রছাত্রীদের উচ্চতর বিদ্যাপীঠ হিসেবে

বেশ পরিচিত। কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। কলেজটিতে বর্তমানে ইন্টারমিডিয়েট, ডিগ্রি, অনার্সসহ প্রায় পাঁচ হাজারের বেশি ছাত্রছাত্রী আছে। এই কলেজ থেকে পড়ে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমান শিক্ষার্থী প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের স্বনামধন্য সকল বিশ্ববিদ্যালয়,

মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থান করে নিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় এই কলেজে নিজস্ব পরিবহন ব্যবস্থা নেই বলে অনেক দূরদূরান্ত থেকে ছাত্রছাত্রীদের কষ্ট করে কলেজে আসাযাওয়া করতে হয়। তাই হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার মান উন্নত করার নিমিত্তে শহরগামী মেধাবী শিক্ষার্থীদের যাতায়াত

সুবিধার জন্য এবং কলেজের মেধাবী শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হওয়ার জন্য হাটহাজারী সরকারি কলেজের নামে নিজস্ব বাস চাই। এতে করে জেলার বিভিন্ন জায়গা থেকে মেধাবী শিক্ষার্থীরা ভর্তি হতে আগ্রহী হবে। তাই এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হাটহাজারী সরকারি কলেজের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ, শিক্ষার্থী সহ শিক্ষকদের জন্য যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালুর ব্যবস্থা করুন।

ইসমাইল হোসেন

শিক্ষার্থী,

হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধপঙ্কজকুমার মল্লিক : এক অজেয় শিল্পী
পরবর্তী নিবন্ধএকুশের ভাবনাই হোক তরুণ প্রজন্মের চেতনা