জামিয়া দারুল উলূম হাটহাজারীর বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে পরিচালিত ভূমি জরিপ প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ৫৭ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ তুলে দেয়া হয়। গত শনিবার রাতে সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়ার বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মুহাম্মদ জাহিদ হোসাইন। বিভাগের প্রভাষক মাওলানা নিজাম সাইয়্যিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুনির আহমদ, মাওলানা হাসান মুরাদ, মাওলানা মুফতি আব্দুল হামিদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ জাহিদ হোসাইন বলেন, ইলমে ফারায়েয ইসলামী শরীয়তের একটি মৌলিক বিষয়। অনেক বিজ্ঞ আলেম এ বিষয়ে পারদর্শিতা অর্জন করে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। কিন্তু ইলমে ফারায়েজের পাশাপাশি দেশীয় ভূমির পরিমাপ সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করে একজন আলেম দেশ ও সমাজে ইনসাফ কায়েমে হতে পারেন এক অনন্য রাহবার।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুনির আহমদ বলেন, সমাজের প্রতি আলেমদের দায়বদ্ধতার তাগিদে হলেও ভূমি জরিপ বিষয়ে আলেমদের পারদর্শী হওয়া উচিত। আর এ বিষয়টি তেমন কোনো কঠিন বিষয়ও নয় যে আয়ত্ব করা যাবে না। কিছুটা মনোযোগী হলেই ইলমে ফারায়েয এবং ভূমি পরিমাপ আয়ত্বের মাধ্যমে ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখা সম্ভব।
মাওলানা হাসান মুরাদ বলেন, ভূমি পরিমাপে অনেক সময় নানান জটিল পরিস্থিতিতে পড়তে হয়। তাই এক্ষেত্রে সঠিক অনুশীলনের বিকল্প নেই। এই পেশায় উন্নতির মাধ্যমে একজন আলেম দ্বীনি খেদমতের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জামিয়ার শিক্ষক মাওলানা মুফতি আব্দুল হামিদ।