হাটহাজারী মডেল স্কুল মাঠে উত্তর জেলা যুবলীগের সম্মেলন ২৯ মে

২০ সহস্রাধিক নেতাকর্মী জমায়েতের প্রস্তুতি

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ২০ মে, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন ও কাউন্সিলের ভেন্যু নির্ধারণ করা হয়েছে হাটহাজারী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ। দীর্ঘদিন পর এই সম্মেলনকে কেন্দ্র করে নেতা কর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। উত্তর চট্টগ্রামের সাত উপজেলার ২০ সহস্রাধিক কাউন্সিলর ডেলিগেট ও নেতাকর্মী জমায়েতের জন্য দায়িত্বশীলেরা কাজ করছেন। সম্মেলনে সভাপতি পদে ৭ জন এবং সাধারণ সম্পাদক পদে ২২ জনের নাম আলোচিত হচ্ছে। হাটহাজারীতে সম্মেলনের ভেন্যু পরিদর্শন করেছেন সম্প্রতি কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দ। তাছাড়া গতকাল বৃহস্পতিবার পুনরায় ভেন্যু পরিদর্শন করেছেন উত্তর জেলা যুবলীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আল মামুন ও উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আসন্ন সম্মেলনে সভাপতি প্রার্থী এস এম রাশেদুল আলমসহ সাত উপজেলার যুবলীগ নেতৃবৃন্দ।
যুবলীগের সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, দলের সর্বশেষ আনুষ্ঠানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে। পরে ২০১৩ সালে অনানুষ্ঠানিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এস এম আল মামুন ও এস এম রাশেদুল আলম। কমিটির অন্যান্য পদের কর্মকর্তাদের বহাল রাখা হয়েছিল। দীর্ঘদিন পর এই সম্মেলন দলের নেতৃবৃন্দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ ইতিমধ্যে ভেন্যু পরিদর্শন করেছেন। এই প্রথম উত্তর জেলা যুবলীগের সম্মেলন হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনরাত কাজ করছেন। এদিকে পদ-পদবীর জন্য প্রার্থীরা চালাচ্ছেন জোর লবিং। দুই পর্বের সম্মেলনে প্রথম অধিবেশনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন। দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন। সম্মেলনে মন্ত্রী, উত্তর জেলার আওতাধীন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা যুবলীগের সম্মেলন ঘিরে উৎসবের আমেজ
পরবর্তী নিবন্ধফার্নিচার শিল্প সমিতি আগ্রাবাদ এক্সেস ইউনিটের র‌্যাফেল ড্র