হাটহাজারী থানায় ভাঙচুর মামলায় ৫ আসামী কারাগারে

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৩ এপ্রিল, ২০২১ at ৯:০৩ অপরাহ্ণ

হাটহাজারী থানায় ভাঙচুরের মামলায় ৫ আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরার আদালত এ আদেশ দেয়। বাংলানিউজ
কারাগারে যাওয়া আসামিরা হলো মো. নজরুল ইসলাম(২৬), মো. রিজোয়ান আরমান(৪০), মো. আব্দুল্লাহ আল মামুন(২৩), মো. সেলিম(৪৫), আহমদ হামিদী(৩৮)।
আদালত সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলায় গত ২৬, ২৭ ও ২৮ মার্চ হেফাজত ইসলামের বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনায় গত ৩০ মার্চ রাতে হাটহাজারী থানায় ৬টি মামলা দায়ের করা হয়।
এর মধ্যে হাটহাজারী ভূমি অফিসে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় দু’টি এবং থানায় হামলা, ডাকবাংলো ভাঙচুর ও পুলিশ সদস্যকে আক্রমণের অভিযোগে আরও ৪টি মামলা করা হয়।
পরে গত মঙ্গলবার ভোরে হাটহাজারীর বিভিন্ন এলাকায়ে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
কারাগারে যাওয়া আসামিদের একজনকে একটি মামলায় এবং বাকি চারজনকে ৪টি করে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তবে কোনো রিমান্ড আবেদন করেনি পুলিশ।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, “পাঁচজনকে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।”
রিমান্ড আবেদন করা হয়েছে কি না এমন প্রশ্নে এ বিষয়ে তিনি অবগত নন বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধলকডাউনে ব্যাংক-পুঁজিবাজারে লেনদেন ১০টা-১টা
পরবর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়াতে রোজা শুরু