হাটহাজারী উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সভা গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তা–কর্মচারীদেরকে বিভাগীয় কাজের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম।
সভায় ইউপি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন ফরহাদাবাদ ইউপি চেয়ারম্যন শওকতুল আলম শওকত, ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, মির্জাপুর ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কমিটির সদস্য সচিব নিক্সন চৌধুরী, মেডিকেল অফিসার ডা. কাউসার আক্তার পপি, ডা. মুমতাহিনা আলম প্রমুখ। সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি বিভাগের সকল কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে জনগণের সেবা নিশ্চিত করার আহ্বান জানান।