হাটহাজারীর ১৩ ইউনিয়নে ১৫ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

গুমানমর্দ্দন ও মেখলে আ. লীগের একক প্রার্থী

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১২ নভেম্বর, ২০২১ at ৪:৫০ পূর্বাহ্ণ

হাটহাজারীতে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। শেষ দিনে চেয়ারম্যান পদে ১৫ জন, সংরক্ষিত মহিলা আসনে ৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩৩ জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। গত ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ১৩ ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থীসহ মোট ৫৭ জন চেয়ারম্যান পদে, সংরক্ষিত মহিলা আসনে ১০৩ জন এবং সাধারণ সদস্য পদে ৫১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের (স্বতন্ত্র) উমর ফারুক, ফতেপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অ্যাড. মোহাম্মদ শামীম, মো. তাসলিম হায়দার, মো. ইকবাল হোসেন, মোহাম্মদ সরোয়ার হোসেন, চিকনদণ্ডী ইউনিয়নের মো. আব্দুল জব্বার, মো. বদরুদোজা চৌধুরী, মো. শাহ আলম, সৈয়দ মোহাম্মদ মাসুুদুজ্জামান সোহেল, ধলই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আলমগীর জামান সিআইপি, গড়দুয়ারা ইউনিয়নের সেকান্দর ইসলাম, মির্জাপুর ইউনিয়নের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান গাজী মো. আলী হাসান, এইচ এম আলি আকবর, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ, বুড়িশ্চর ইউনিয়নের মো. জসিম উদ্দিনসহ ১৫ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। তারা আওয়ামী লীগের দলীয় প্রতীকের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে গণমাধ্যমকে জানান।
এদিকে উপজেলার আওতাধীন ৪ নম্বর গুমানমর্দ্দন ইউনিয়নে মুজিবুর রহমান ও ৮ নম্বর মেখল ইউনিয়নে সালাউদ্দিন চৌধুরী চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনী সহিংসতায় নিহত ২
পরবর্তী নিবন্ধরেডিসন ব্লুতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে চারদিনের রিহ্যাব ফেয়ার