হাটহাজারীর মনাই ত্রিপুরা পল্লীর ৬ পরিবারকে নিরাপদ আশ্রয়ে

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৯ জুন, ২০২১ at ৭:২২ পূর্বাহ্ণ

হাটহাজারীর ১নং ফরহাদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ৬ পরিবারের ৩১ জন সদস্যকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে এসেছে উপজেলা প্রশাসন। গত রবিবার পাহাড়ের ঝুঁকির মধ্যে থাকা এসব পরিবারকে সড়িয়ে আনা হয়েছে। ইউএনও মোহাম্মাদ রহুল আমিন জানান, গতকাল রবিবার সকাল থেকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির কারণে মনাই ত্রিপুরা পল্লীর ৬ পরিবার পাহাড়ের ঝুঁকির মধ্যে ছিল। উপজেলা প্রশাসন গতকাল সন্ধ্যায় বিষয়টি অবহিত হয়ে রাতে এসব পরিবারের ৩১ জন সদস্যকে নিরাপদ আশ্রয়ে নিয়ে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব পরিবারের সদস্য নিরাপদ আশ্রয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ের জোরারগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা